ইংরেজি শেখার পাঁচটি পপুলার এপস

 

1.DUOLINGO

এই এপসটি বর্তমান সময়ে ইংরেজি শেখার জন্য একটি জনপ্রিয় এপস।এই আপসটি এখন সবাই ব্যবহার করে থাকেন।
এই এপসটি মাধ্যমেই মজার সাথে ইংরেজি শেখার একটি সুযোগ পাওয়া যায়। এই এপসটি প্রতিদিন ২০ মিনিট ব্যবহার করলেই অনেক কিছু শেখা সম্ভব।
সাতটি করে বিষয় শেখা যাবে অল্প সময়ের মধ্যে।
এই এপসের মাধ্যমে ইংরেজি শেখা যেমন সহজ তেমনি ইংরেজি উচ্চারণ করাটা সহজ হবে।এটি ব্যবহার করা একদম সহজ যে কেউ এই এপস ব্যবহার করতে পারবেন।
এই এপস গুগল প্লেস্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যায়



২:IMPROVE ENGLISH

এই এপসটিও অত্যান্ত জনপ্রিয় একটি আপস ইংরেজি শেখার জন্য। এই এপসটিতে অতি সহজেই ইংরেজি শেখা যায়।
এই এপসে অনেক গুলো বিষয় একত্রিত করে দেওয়া আছে।

এই এপসে প্রথমত যারা একবারে নতুন তাদের জন্য ইজি ইংলিশ হিসেবে অনেক গুলো লেসন দেওয়া রয়েছে।

যারা মোটামুটি ভানে ইংরেজি পারেন তাদের জন্য ইন্টারমিডিয়েট লেভেলের ক্লাস ও ইংরেজি শেখার ব্যবস্হা রয়েছে।

যারা আরেকটু ভালো তাদের জন্য রয়েছে এডভান্সড লেবেল।এখানে অনেক কিছু শেখা সম্ভব। এই এপসটির আরো অনেক সুবিধা রয়েছে।

এই এপসে গেমিংয়ের মাধ্যমে ইংরেজি শিখতে সাহায্য করে থাকে।

√√Word checker :গেমিংয়ের মাধ্যমে ইংরেজি শেখা যায় অতি সহজেই। সুন্দর ভাবে সাজানো গেমিং খেলে ওয়ার্ড ঠিক আছে কি না এগুলো শেখা যায় অতি সহজেই। এটার সাহায্য পড়ার স্কিল বৃদ্ধি করা যায়।

√√.Space pursuit :এই গেমিং খেলার মাধ্যমে লেখার দক্ষতা বৃদ্ধি করা যায়।

√√.Echo:এই গেমিং মেথড ব্যবহার করে স্পিকিং ইম্প্রোভ করা যায় এবং সঠিক উচ্চারণ শেখা সম্ভব হয়।

√√.Word maze:
এই গেমিং সিস্টেম ব্যবহার করে ভোকাবুলারি শেখা অনেক সহজ হয়।

√√Sea voyage:
পড়ার গতি কতটুকু আছে তা পরীক্ষা করার জন্য এি গেমিং খেলে শেখা সম্ভব হয়।

√√.Polarity :একেকটা শব্দের ভালো কয়েকটি অর্থ এবং নেগেটিভ কয়েকটি অর্থ কি হতে পারে কিভাবে ব্যবহার হতে পারে এসম্পর্কে শেখা যায়।

√√Word Race :
এই গেমিং সিস্টেম ব্যবহার করে পড়ার গতি টেস্ট করা যায়। কতটুকু শব্দ জানা হলো তা পরীক্ষা করে দেখা সম্ভব হয়।

সর্বোপরি বলতে গেলে এই আপসটি ইংরেজি শেখার জন্য একটি ভালো মাধ্যম হতে পারে।



★3.TAlk ENGLISH :

এই এপস ব্যবহার করে স্পিকিং বা কথা বলার দক্ষতা অর্জন করা যায়।
এই এপসটির মাধ্যমে আরো গ্রামার সম্পের্ক শেখা যায়।

এই এপসটি তে ইংরেজি শেখার জন্য একজন ভালো সঙ্গী খুঁজে নেওয়া যায়। ইচ্ছে মতো সঙ্গী নিয়ে নিজের ইংরেজিতে কথা বলার দক্ষতা বৃদ্ধি করা যায়। এখানে সবসময় অনলাইনে অনেকেই ইংরেজি শেখার জন্য চেষ্টা করে থাকে।

এই এপসটি একটি সোশ্যাল সাইটের মতো কিন্তু এখানে কোন ভিডিও লাইভের ব্যবস্থা নেই। এখানে অডিও লাইভ স্পিকিং এবং কনভারসেশন করা যায়।
অডিও লাইভ আড্ডা ইংরেজি শেখার জন্য অনেক বেশি কার্যকর হয়ে থাকে।

শেখার দক্ষতা বা কথা বলার দক্ষতা বাড়ছে কি না তা বুঝার জন্য এখানে একধরনের সিস্টেম ব্যবহার করা হয় সবার পারফরমেন্সের উপর ভিত্তি করে ক্যটাগরি করা হয়।

এখানে সবসময় সমসাময়িক বিষয় নিয়ে কথোপকথন হয়ে থাকে যা কথা বলার দক্ষতা অনেক গুণে বৃদ্ধি করে থাকে।



(3)How to speak Real English

ইংরেজি শেখাটা বর্তমানে একটা চেলেন্জ বটে।ইংরেজিকে একদম সহজ করতেই এই আপসের কাজ।

এই এপসে অনেক গুলো বিষয় যুক্ত আছে যা ফলো করলে অতি সহজেই ইংরেজি শেখা সম্ভব।
এই আপসে অনেক মডার্ন শব্দ দেওয়া রয়েছে।

এই এপসে রয়েছে অনেক গুলো ক্লাস ঃ
কিভাবে ইংরেজি শেখা যায়।
কিভাবে ইংরেজিতে ভালো করা যায়।
অনলাইন ইংলিশ ক্লাসের সুবিধা
বড়দের জন্য আলাদা ক্লাসের সুবিধা ইত্যাদি রয়েছে এই আপসটি তে।

এই এপসটি তে অনেক গুলো ভিডিও ক্লাস রয়েছে যেগুলো ইংরেজি শিখতে হবে কথা বলতে অনেক বেশি সহায়ক হবে।

★4, HOW TO SPEAK :

ইংরেজি শেখার জন্য এটি আরেকটি অসাধারণ এপস।এই আপসটি থেকে অনেক কিছু শেখা সম্ভব।
একের ভিতর অনেক বললে ভুল হবে না।
এই এপসের মাধ্যমে ইংরেজি পড়া, ইংরেজি লেখা, ইংরেজি শোনা এবং ইংরেজি দক্ষতা বৃদ্ধি এবং সম্ভব।

এই এপসটির অনেক গুলো দিক রয়েছে।
এই আপস ব্যবহার করে ৪৭৫ টি ক্লাস করা যাবে।
এখানে অনেক নতুন নতুন বাক্য গঠন রয়েছে। ইতিমধ্যেই ৫০ মিলিয়ন লোক এই এপসটি ব্যবহার করছেন।
এখানে ইংরেজি শেখার পাশাপাশি গ্রামারটা ও শিখতে পারা সম্ভব অতি সহজেই।
ভোকাবুলারির জন্য ও বেস্ট একটা আপস।

এই এপসে ডেইলি নিউজ পেপার পড়েও ইংরেজি শেখা সম্ভব। এখানে অনেক গুলো ভিডিও ক্লিপ ও দেওয়া রয়ছে যেগুলো শুনে স্পিকিং শেখা অতি সহজ হয়ে গেল।
এই এপসের আরেকটি ভালো দিক হলো এই এপসটি বিনামূল্যে ডাউনলোড করা যায় এবং অফলাইনেও প্রাক্ট্রিস করা যায়।



5.ENGURU

ইংরেজি শেখার আরেকটি বেস্ট এপস হচ্ছে ENGURU এপসটি।
এই এপসটিতে ৫৯৯ টি লেসন আছে শেখার জন্য।
কথা বলার দক্ষতা, শোনার দক্ষতা, লেখার দক্ষতা ইত্যাদি বিষয়েও অনেক কিছু রয়েছে উক্ত লেসন গুলোতে।

এই এপসটিতেও অনেক গুলো ফিচার যুক্ত রয়েছে।
এখানে অনেক নিউজ আছে যা পড়ে সহজে ইংরেজি পড়ার দক্ষতা বৃদ্ধি করা যায়।
এখানে আরো অনেক ছোট ছোট ফানি ভিডিও রয়েছে যেগুলোর মাধ্যমে নতুন কিছু শব্দ ও উচ্চারণ শেখা হয়ে যায়।
এই এপসে আরও ডিকশনারি যুক্ত রয়েছে।
এখানে অনেক গুলো ভিডিও ক্লাস রয়েছে সেগুলো অনেক সহযোগিতা করবে ইংরেজি শেখার জন্য।

Post a Comment

0 Comments