ই বুক কি? ই বুকের ব্যবহার

 ই বুক


ই বুক মানে হলো ইলেকট্রনিক বুক।তথ্য প্রযুক্তির যুগে সবই যে এখন হাতের মুঠোয়। বিজ্ঞানের জয়যাত্রায় মানুষ নিজেকে করে নিচ্ছে আরো সংক্ষিপ্ত। সংক্ষেপনের এই সময়ে বই গুলোও হয়ে গেছে সংক্ষিপ্ত।

ই বুক মানুষের ইচ্ছে অনুযায়ী নিয়ে চলাফেরা করতে পারে। ই বুক পড়তে কোন রকমের হ্যাডেক নেই। যেখানে খুশি সেখানেই পড়া যায়।
ডিজিটাল এই বিশ্বে সবকিছুই ডিজিটাল হবে এটাই স্বাভাবিক।

দিন যত যাচ্ছে মানুষ আটকা পড়ে যাচ্ছে মোবাইল, ল্যাপটপ এর মধ্যে। একজন মানুষ আপনি মোবাইল বা কম্পিউটার দিয়ে বসিয়ে রাখতে পারেন অনেকক্ষণ কিন্তু অন্যথায় বসবে না।মানুষের এই অসাবাভিকতা কাজে লাগানো যায় মোবাইল ফোন বা কম্পিউটারে ই বুক ইন্সটল করে।

আমি এখন গাড়িতে আছি আর সময় পার করতে বা আমার পড়তে মন চাচ্ছে কিন্তু বই এখন বোঝা মনে হয় তাই মোবাইলেই বই পড়তে শুরু করে দিলাম।এভাবে বই সরাসরি কয়েকটির বেশি নিয়ে ঘুরাঘুরি করা যায় না কিন্তু মোবাইলে বা কম্পিউটারে হাজার হাজার বই নিয়ে চলাফেরা করা যায়।

ই বুক সাধারণ বইয়ের তুলনায় অনেক সস্তা ও বটে।অল্প দামে স্বল্প সময়ের মধ্যে হাতের নাগালে চলে আসে ই আমি। লাইব্রেরি থেকে বই ক্রয় করতে চাইলে অনেক ঘুরাঘুরি করে ক্রয় করতে হবে কিন্তু অনলাইনে মাত্র কয়েক মিনিটের ব্যাপার একটি ই বুক ক্রয় করতে।

ই বুক তৈরী একটি যুগান্তকারী পদক্ষেপ। ফ্রী অনেক ই বুক আছে অনলাইনে। আমি মাঝে মাঝে অনেক উপন্যাস ডাউনলোড করে পড়ে নিই।সরাসরি বই কিনে হয়তো কখনো পড়তাম না। ই বুকের কল্যানে অতি সহজেই যে কোন লেকে বই সমূহ একসাথে পাওয়া সম্ভব হয়েছে।

সাধারণ বইয়ের পাতা উল্টিয়ে উল্টিয়ে যে পড়তে আর ভালো লাগে না। ই বুক এ এই সুবিধা ও পাওয়া যায়। একটি সাধারণ বই হয়তো দীর্ঘ সময় ধরে টিকিয়ে রাখা সম্ভব নয় কিন্তু ই বুক আজীবন রাখা সম্ভব।

একসময় যারা খুব বই পড়েন তাদের বাড়ীতেই গড়ে উঠত লাইব্রেরি কিন্তু এখন প্রত্যেকটি মোবাইল ফোন বা কম্পিউটার ই লাইব্রেরি।

আপনারা চাইলে সফটওয়্যার ডাউনলোড করেও ই বুক পড়তে পারেন অথবা ওয়েবসাইট থেকে ও বই ক্রয় করে ডাউনলোড করে পড়তে পারেন।অনলাইনে নামমাত্র মূল্যে ই বুক গুলো বিক্রয় করে থাকে।

Post a Comment

0 Comments