কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা

 বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ।এই যুগে কম্পিউটারের প্রয়োজনীয়তা লিখে বা বলে শেষ করা সম্ভব নয়। অফিসের কাজ থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, লেনদেন কিংবা পড়াশোনায় এখন একমাত্র ভরসা হয়ে উঠতে শুরু করেছে কম্পিউটার। কম্পিউটার শব্দটি এসেছে কম্পিউট শব্দ থেকে এর মানে কম্পিউট থেকে কম্পিউটার শব্দের উৎপত্তি। যদিও কম্পিউটার প্রথমে গননা করার জন্য আবিস্কার হলেও এখন কম্পিউটারের বহুমাত্রিক ব্যবহার আমাদের জীবনযাত্রার মান উন্নত করেছে। বর্তমানে কম্পিউটারের সাথে আমরা ওতোপ্রোতো ভাবে জড়িত।

আবিস্কার নিয়ে যদি কথা বলি -
কম্পিউটার সর্বপ্রথম আবিষ্কার করেন ইংল্যান্ডের বিজ্ঞানী চার্লস ব্যাবেজ ১৯৪২ সালে।এখানে কারো কারো মতে কম্পিউটারের আবিস্কারক হাওয়ার্ড এইকিন কিন্তু আধুনিক যুগে কম্পিউটারের জনক হিসেবে স্যার নিউম্যানকে জানি।

★ দৈনন্দিন জীবনে কম্পিউটার -ঃ আমরা প্রতিনিয়ত অনেক কাজকর্ম করে থাকি যেমন লেনদেন, হিসাব নিকাস ও ক্রয় বিক্রয়ে কম্পিউটারের প্রয়োজন হয়।

★ অফিসে কম্পিউটার -ঃ অফিস পরিচালনা করার জন্য এখন কম্পিউটার একমাত্র ভরসা। তথ্য থেকে শুরু করে স্টাফদের লেনদেন ও ভোক্তাদের সেবা ইত্যাদি কম্পিউটারের মাধ্যমে সম্পাদন করা হয়।

★ শিক্ষা ক্ষেত্রে -ঃ তথ্য প্রযুক্তির এই যুগে শিক্ষার্থীরা এখন অনেকটাই নির্ভর কম্পিউটারে পড়াশোনার উপর। এখন আর মানুষ বইয়ের পাতা কিংবা খাতায় লিখে এখন কোন কিছু যত্ন করে রাখতে হয়না।

★ তথ্য সংগ্রহ -একসময় অফিসে কিংবা আদালতে তথ্য সংগ্রহের জন্য আলমারি বরাদ্দ থাকতো কিংবা তথ্য খুজে পেতে অনেক সময় ব্যয় হতো কিন্তু বর্তমান সময়ে একটি এই পথ টুকু অনেক সহজ করে দিয়েছে কম্পিউটার।

★ ব্যাংক-ঃ ব্যাংক মানেই তো কম্পিউটারের ব্যবহার। কম্পিউটার ছাড়া ব্যাংক পরিচালনা করা একদম অসম্ভব।

★ ফ্রিল্যান্সিং -ঃ আপনারা সবাই হয়তো শুনেছেন অনলাইনে টাকা ইনকামের কথা হুম সত্যি এটা হলো ফ্রিল্যান্সিং করে তবে কম্পিউটার ছাড়া যে এটা অসম্ভব। কম্পিউটার এর ব্যবহার আমাদের অর্থ আয়ে অনেক সাহায্য করছে।

★ গ্রাফিক্স ডিজাইন-ঃবর্তমানে গ্রাফিক্স ডিজাইন অনেক জনপ্রিয় একটি অনলাইনে টাকা ইনকামের জন্য। গ্রাফিক্স ডিজাইন করতে অবশ্যই কম্পিউটার এর প্রয়োজন।

★ ভিডিও এডিটিং -ঃ বর্তমানে এডিটিং করার জন্য কম্পিউটার এর প্রয়োজন অনেক বেশি। ভালো এডিটিং করতে হলে কম্পিউটার দরকার হয়।

কম্পিউটার আমাদের অনেক জটিল কাজ ও সহজ করে দেয় তাই কম্পিউটার এর প্রয়োজনীয়তা অনেক বেশি। সবাইকে কম্পিউটার শিখাটা অনেক জরুরি এই তথ্য প্রযুক্তির যুগে।

Post a Comment

0 Comments