বার্সেলোনা ফুটবল ক্লাব ও এর গোড়াপত্তন


ফুটবল খেলা ভালোবাসেন না এমন লোক খুজে পাওয়া মুশকিল। যারা ফুটবল ভালোবাসেন তারা অবশ্যই জানেন যে বার্সেলোনা একটি সেরা ফুটবল ক্লাব।বার্সেলোনা অর্থের হিসেবে তৃতীয় স্থানে অবস্থান করছেন। ক্লাবটির মোট সম্পত্তির পরিমান হলো ৪.০৭ বিলিয়ন মার্কিন ডলার।ক্লাবটি প্রতিষ্ঠিত হয় ১৮৯৯সালে।
ক্লাবটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ইয়োসেপ মারিয়া বার্তামেও এবং ম্যামেজার হলেন এর্নেস্তা ভালভেরদে।ইতিমধ্যে ক্লাবটি তার ১২০ বছর পূর্ন করেছে।

কেউ আর্জেন্টিনা সাপোর্ট করুক কিংবা না করুক সবাই লিওনেল মেসিকে ভালোবাসেন এটা সত্যি। লিওনেল মেসি বার্সেলোনার খেলোয়াড়।

বার্সালোনা ক্লাবটি গড়ে উঠেছিল হুয়ান গাম্পার হাত ধরে ইংরেজ ও সুয়েজ দের নিয়ে।এটি কাতালান ফুটবল ক্লাব নামেও পরিচিত। এটি স্পেনের বার্সালোনা শহরে অবস্থিত। এই ক্লাবের নিদিষ্ট কোন মালিকানা নেই। ক্লাবের প্রত্যেকটি সদস্যই ক্লাবের মালিক।ক্লাবের বর্তমান বার্ষিক আয় ৬৪৮.৩ বিলিয়ন।

এই ক্লাবটির সফলতা অনেক। ক্লাবটি ২৬ বার লা লীগা চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়াও ৩০ বার কোপা দেল রে ও ১৩ টি স্পেনীয় সুপার কাপ ৪ বার ওয়েফা চ্যাম্পিয়ন্স ট্রপি জয় করেছে।

বার্সেলোনা ক্লাবের নিজেদের একটি ভেন্যু আছে যেটি "ক্যাম্প ভেন্যু" হিসেবে পরিচিত। এই ভেন্যুর ধারণ ক্ষমতা হলো ৯৯,৩৫৪ জন।
বার্সার তিন ধরণের সমর্থক রয়েছে। সসি, পেনি ও কিউল।

Post a Comment

0 Comments