ব্যাংক কী? ব্যাংক লোন

ব্যাংক কি?

ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যে গ্রাহকের চাহিদা পুরন করে থাকে। ব্যাংকের প্রধান কাজ হলো গ্রাহকের সাথে অর্থের লেনদেন করে মুনাফা অর্জন করা।গ্রাহকের টাকা জমা নেয়া, গ্রাহককে ঋণ প্রদান করা ইত্যাদি ব্যাংকের কাজ।

ব্যাংক লোন কি?

আমরা জীবনে চলতে গেলে অনেক সময় অর্থের প্রয়োজন পরে।হোক ধনী ব্যক্তি কিংবা গরীব অর্থের ঢ়োগানযোগান দিতে দারস্থ হয় ব্যাংকের। ব্যাংক একটি নিদির্ষ্ট সময়ের জন্য কিছু টাকা সুদের বিনিময়ে যে অর্থ গ্রাহক কে প্রদান করে থাকেন তাকে ব্যাংক লোন বলে।
অনেক ব্যাংক আছে সুদ গ্রহণ করে না।

আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লোন নিতে হয় আর এই জন্য ব্যাংক লোনকে কয়েক ভাগে ভাগ করা যায়। যেমন-

১.স্বল্প মেয়াদি
২.মধ্য মেয়াদি ও
৩.দীর্ঘ মেয়াদি।

ক.স্বল্প মেয়াদি ঋণঃ

স্বল্পকালীন যে ঋণ দেওয়া হয় তাকেই স্বল্প মেয়াদি ঋণ বলে।স্বল্প কালীন ঋণের মেয়াদ কমপক্ষে ১ বছর।গ্রাহক তার নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক লোন নিতে পারেন আর সেই ব্যাংক লোন হলো স্বল্প মেয়াদি।

খ.মধ্য মেয়াদি -

১ বছরের উপরে কিন্তু ৫ বছরের নিচে এসব ঋণ কে মধ্য মেয়াদি ব্যাংক লোন বা ঋণ বলে।কোন গ্রাহক তার জন্য বাড়ী কিংবা গাড়ী কেনার জন্য এই ব্যাংক ঋণ গ্রহন করতে পারেন।

গ.দীর্ঘ মেয়াদি -

৫ বছর মেয়াদি যে ব্যাংক লোন হয় তাকে দীর্ঘ মেয়াদি ঋণ বলে। দীর্দীর্ঘ মেয়াদি ঋণ প্রধানত প্রতিষ্ঠান বেশি নিয়ে থাকেন তার ব্যবসা পরিচালনা করার জন্য। প্রতিষ্ঠান বেশি পরিমানে ঋণ গ্রহণ করতে পারেন ব্যাংক থেকে। একজন নতুন উদ্যোগতা ও এই ঋণের সুবিধা ভোগ করতে পারেন।

বাংলাদেশে বিভিন্ন ধরনের ব্যাংক তাদের কার্যক্রম চালু রেখেছেন। যেমন -
★সোনালী
★রুপালি
★পূবালী ব্যাংক
★বাংলাদেশ ব্যাংক
★ইসলামি ব্যাংক
★যমুনা ব্যাংক
★কৃষি ব্যাংক
★ফারইস্ট ব্যাংক
★গ্রামীণ ব্যাংক
★ন্যাশনাল ব্যাংক
★ব্রাক ব্যাংক
★আশা ব্যাংক
★ডাচ্ বাংলা ব্যাংক ইত্যাদি।

উপরোক্ত ব্যাংক গুলো বিভিন্ন ধরনের ব্যাংক লোন দিয়ে থাকে।আপনি যদি একজন উদ্যেগক্তা হতে চান তবে ব্যাংক লোন দিতে প্রস্তুত এসমস্ত ব্যাংক গুলো কিছু সর্তের বিনিময়ে।

Post a Comment

0 Comments