পত্রিকা বা ম্যাগাজিন কেন পড়া প্রয়োজন?

 আমাদের প্রিয় দেশ সহ পৃথিবীর সকল খবরা-খবর জানতে নতুনত্বের পরিচয় পেতে পত্রিকা ও ম্যাগাজিন পড়া অত্যাবশ্যক।প্রতিদিন ঘটে যাচ্ছে নানা ধরনের ঘটনা আমাদের আশেপাশে কিন্তু আমরা হয়তো তার কোন খবর রাখি না কিন্তু পত্রিকা এসব সমস্ত কিছু একত্রে করে প্রকাশ করে তাই সব কিছু জানতে পত্রিকা পড়া উচিত।

পত্রিকা থেকে আমরা অনেক কিছু জানতে পারি।পত্রিকা আমাদের যাবতীয় খবরাখবর অতিদ্রুত প্রদান করে থাকে।আমি এখন গ্রামসির বসে আছি কিন্তু একটি পত্রিকার মাধ্যমে শহরে কি হচ্ছে এসব বিষয়ে জানতে পারবো অতি সহজেই।

★সঠিক তথ্যের নিশ্চয়তা ঃ পত্রিকা সব সময় সঠিক খবর বা তথ্য প্রকাশ করতে চেষ্টা করেন এবং পত্রিকার সম্পাদক এসবের জন্য দায়বদ্ধ থাকে তাই আমরা সব সময় সঠিক তথ্যের মাধ্যম হিসেবে পত্রিকাকে বেচে নিতে পারি।
★খেলাধূলাঃ খেলাধূলার সমস্ত খবরা-খবর পত্রিকাতে পাওয়া যায় এবং এগুলো সংরক্ষণের ও সুযোগ থাকে। অনেক ধরনের খেলা ধুলা হয়ে থাকে নিত্যদিন তাই খেলাধূলা সম্পর্কে জানতে ও পত্রিকা করা দরকার।

★ রাজনৈতিক ঃ রাজনৈতিক প্রচার প্রচারণা থেকে শুরু করে জনগণের মধ্যে নিজেদের পরিচয় ও তার কর্মকাণ্ডের বিবরণ বুঝাতে পত্রিকা একটি প্রধান ভুমিকা পালন করে।

★ধর্মীয় বিধিনিষেধ ঃ সচারাচর আমরা অনেক কিছু জানতে পারি না ধর্মীয় জ্ঞান সম্পর্কে পত্রিকাতে অনেক বিজ্ঞ আলেমগন বিভিন্ন মতামত দিয়ে থাকেন এসব কিছু জানতে হলে অবশ্যই পত্রিকা পড়া দরকার।

★ আন্তর্জাতিক ঃ আমারা আন্তর্জাতিক খবর পড়ার জন্য মুখিয়ে থাকি সবসময়ই কিন্তু এসব খবর জানতে হলে অবশ্যই পত্রিকা পড়া দরকার।

★ পড়ার অভ্যাস গড়ে উঠবে ঃ পত্রিকা পড়লে আমাদের পড়ার অভ্যাস গড়ে উঠবে আর এটি আমাদের জীবনে অনেক প্রভাব ফেলে।

★ম্যাগাজিন পড়াঃ পত্রিকার মাধ্যমে আমরা প্রতিনিয়ত নতুন নতুন কবিদের পড়া পড়তে পারি। ম্যাগাজিন আমাদের জ্ঞান চর্চার একটি অন্যতম মাধ্যম।

বলে রাখা ভাল যে বর্তমানে সমস্ত পত্রিকা অনলাইন ভিত্তিক ও অফলাইনে ও আছে। যেহেতু এখন ডিজিটাল হয়েছে সব কিছু সবার কাছে আছে স্মার্ট ফোন তাই অনলাইনে পত্রিকা পড়া খুব সহজ।
চলুন সবাই ম্যাগাজিন ও পত্রিকা পড়ি সুন্দর জীবন গড়ি।

Post a Comment

0 Comments